spot_img

৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রাম শিল্পকলায় চলছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে আজ বুধবার শুরু হয়েছে দুই দিনব্যাপী ১৫তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। চট্টগ্রামে এবারের উৎসবে ১২টি দেশের ১৫টি চলচ্চিত্র প্রদর্শন করা হবে। এরমধ্যে বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী বিভাগে চট্টগ্রাম বিভাগের নির্মাতাদের ৫টি চলচ্চিত্রও দেখানো হবে। গতকাল বেলা ১২টায় প্রেসক্লাবে ‘চিলড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশ’-এর উদ্যোগে আয়োজিত ১৫তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব উপলক্ষে সংবাদ সম্মেলনে এতথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম বিভাগীয় উৎসব আহ্বায়ক তানজীল রশীদ। বক্তব্য রাখেন চলচ্চিত্র নির্মাতা ও চিলড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা মোরশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মুনিরা মোরশেদ, উৎসব পরিচালক শাহরিয়ার আল মামুন, উৎসব তত্ত্বাবধায়ক মুঈদ হাসান তড়িৎ ও বিভাগীয় উৎসব সমন্বয়ক ফারিহা জান্নাত মীম।

আজ সকাল ১০টায় শিল্পকলা একাডেমিতে দুইদিনের এ উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মু. মাহমুদ উল্লাহ মারূফ। উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, মোরশেদুল ইসলাম, চিলড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশের সাধারণ সম্পাদক মুনিরা মোরশেদ। এছাড়া বিকাল ৩টায় শিল্পকলা একাডেমির সেমিনার হলে চলচ্চিত্র নির্মাণ বিষয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়েছে। এতে ক্লাস নেবেন চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী।
সংবাদ সম্মেলনে চট্টগ্রামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিভিন্ন দেশের নানা স্বাদের চলচ্চিত্র দেখার জন্য আহ্বান জানায়। সকল স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের চলচ্চিত্র দেখানোর সব ব্যবস্থা করা হয়েছে।

গত ৫ মার্চ ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে অনুষ্ঠিত হয়েছে। ১১ মার্চ উৎসবটি শেষ হয়। প্রথমবারের মত এবারের উৎসবটি বাংলাদেশের ৮টি বিভাগীয় শহরে একযোগে আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগীয় শহরের উৎসবটি শেষ হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ চট্টগ্রামে শুরু হচ্ছে।

এবারের উৎসবের অন্যতম আকর্ষণ হচ্ছে বাংলাদেশি শিশুদের নির্মিত চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগটি। ‘ইয়ং বাংলাদেশি ট্যালেন্ট’ শীর্ষক বিভাগটিতে ১৯ থেকে ২৫ বছর বয়সী তরুণ নির্মাতারা অংশ নিচ্ছেন। একই সাথে রয়েছে আন্তর্জাতিক প্রতিযোগিতার বিভাগ। এ বিভাগে জমা পড়েছে ৯০টি দেশের ২১০০ চলচ্চিত্র।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss