spot_img

৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

পাহাড়তলীতে হত্যাচেষ্টা মামলার ২ আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার চাঞ্চল্যকর হত্যাচেষ্টা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারকৃতরা হলো- চট্টগ্রাম নগরীর পাহাড়তলী সিগন্যাল কলোনির মো. মোবারক হোসেনের ছেলে মো. শামছুল আলম রানা প্রকাশ রানা মির্জা ও একই এলাকার নুরুল হুদার ছেলে ফজলুল কাদের রাজু।

রবিবার (২৩ জুন) দিবাগত রাত ২টায় নগরীর আকবর শাহ থানাধীন রেলওয়ে আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ উল আলম জানান, গত ১৮ জুন জমি সংক্রান্ত বিরোধের জেরে নগরীর পাহাড়তলী এলাকার ফরহাদুন নুরের অনুসারী মো. শামছুল আলম রানা প্রকাশ রানা মির্জা এবং তার সহযোগীরা পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে মো. আলাউদ্দিনকে মারধর করে জখম করেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা হুমকি দিয়ে চলে যায়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ভিকটিমের ভগ্নিপতি মো. ফারুক বাদী হয়ে পাহাড়তলী থানায় সাতজনের নামোল্লেখ করে এবং অজ্ঞাতমনামা আরও ২-৩ জনকে আসামি করে মামলা করেন।

তিনি আরও জানান, পলাতক আসামিদের গ্রেপ্তার করতে র‌্যাব ছায়াতদন্ত শুরু করে। রানা মির্জাকে সাগরিকা মোড় এলাকা ও রাজুকে নগরীর আকবর শাহ থানাধীন রেলওয়ে আবাসিক এলাকা গ্রেপ্তার করা হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss