spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বিকেএমইএ সহ-সভাপতি গাওহার সিরাজ জামিলের জাতীয় রপ্তানি ট্রফি গ্রহণ

বিকেএমইএ’র সহ-সভাপতি ও ফোর এইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাওহার সিরাজ জামিল দেশের রপ্তানি বাণিজ্যে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ২০১৬-১৭ অর্থবছরে তৈরি পোশাক (নিটওয়্যার) খাতে মেসার্স ফোর এইচ ফ্যাশন লি. এর পক্ষে এবং একই অর্থবছরে মেসার্স ফোর এইচ ডাইং এন্ড প্রিন্টিং লি. এর পক্ষে পরিচালক মো. হাসান জাতীয় রপ্তানি ট্রফি (রৌপ্য) গ্রহণ করেছেন।
গতকাল রবিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে তিনি দুটি জাতীয় রপ্তানি ট্রফি (রৌপ্য) গ্রহণ করেন। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রপ্তানি উন্নয়ন ব্যুরো, ঢাকার ভাইস চেয়ারম্যান বেগম ফাতেমা ইয়াসমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ এম.পি।
উল্লেখ্য, মেসার্স ফোর এইচ ফ্যাশন লি. জাতীয় রপ্তানি ট্রফিতে ২০০৫-২০০৬, ২০০৬-২০০৭, ২০১৫-১৬ সালে যথাক্রমে স্বর্ণ ও রৌপ্য পদক, ২০০৮-২০০৯ সালে স্বর্ণ, ২০১১-১২ সালে ব্রোঞ্জ পদক লাভ করেন। এছাড়াও গাওহার সিরাজ জামিল টানা কয়েকবার সি.আই.পি নির্বাচিত হয়েছেন। তিনি সার্ক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আজীবন সদস্য, বিজিএমইএ’র ফরেন মিশন সেলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া, ধর্মীয় ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন।- বিজ্ঞপ্তি

চস/সোহাগ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss