চট্টগ্রামে গণপরিবহনে পকেটমার চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে ডবলমুরিং থানা পুলিশ। সোমবার রাতে (২২ নভেম্বর) অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল- মো. ফারুকুজ্জামান প্রকাশ মুমিন (৩৫), কাজী হাফিজুর রহমান প্রকাশ সুমন (৪০), মো. সোহাগ শেখ (৩২), মো. আতাউর রহমান (৪০), মো. একরামুল হক (৩৯), মো. আব্দুল কাদের (৫০) ও মো. হাসান মাহমুদ (৪৪)।
পুলিশ জানায়, সেফায়েত উল্লাহ চিটাগাং ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলেজি ট্রিপলি বিভাগের ছাত্র। গত ১০ নভেম্বর ৭ বন্ধুসহ পতেঙ্গা থানার কাটগড় এলাকার একটি কোম্পানিতে ট্রেনিং শেষে বাসায় ফিরছিল। দুপুর পৌনে ২টায় তাদের বাসটি আগ্রাবাদ বাদামতলী এলাকায় পৌঁছালে তার পকেট থেকে টাকা চুরির বিষয় তার অন্য বন্ধু দেখে ফেলে। এ সময় ফারুকুজ্জামান নামের ওই পকেটমারকে তারা ধরে ফেলে। এছাড়া তার সাথে থাকা মো. সোহাগ শেখ ও কাজী হাফিজুর রহমান সুমন নামে আরও দুজনকে তারা আটক করে। এই সুযোগে এ চক্রের আরো ৫ জন কৌশলে বাস থেকে নেমে চলে যায়। পরে এই বিষয়ে ডবলমুরিং থানায় একটি মামলা রুজু করা হয়।
ওই ঘটনায় প্রথমে আটক ব্যক্তির পকেট থেকে চুরি যাওয়া ২ হাজার টাকা এবং তার সহযোগী অপর ব্যক্তির থেকে থেকে অজ্ঞাতনামা ব্যক্তির চুরি হওয়া ২৩ হাজার টাকাসহ মোট ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার আরও ৩ সহযোগীর নাম প্রকাশ করে। এ তথ্যের ভিত্তিতে সোমবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বন্দর থানাধীন নতুন পোর্ট মার্কেটের সামনে থেকে মো. আতাউর রহমান, মো. একরামুল হক, মো. আব্দুল কাদের ও মো. হাসান মাহমুদকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা সু-কৌশলে নগরীর কিছু নিন্মমানের আবাসিক হোটেলে অবস্থান করে চুরির পরিকল্পনা করে।
ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা জানায়- দিনের বেলায় তারা বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের টার্গেট করে সুযোগ বুঝে তাদের কাছে থাকা অর্থ বিভিন্ন কৌশলে চুরি করে থাকে। চোরচক্রটি প্রায় ৩০ দিন ধরে চট্টগ্রাম শহরে অবস্থান করছিল এবং এর মধ্যে তারা ১৯ দিন নগরীর বিভিন্ন জায়গায় চুরির চেষ্টা চালায়।
চস/আজহার


