spot_img

৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে করোনায় শনাক্ত ৮০৯

চট্টগ্রামে গত একদিনে নতুন করে আরও ৮০৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ৭৭ শতাংশ। তবে এই সময়ে চট্টগ্রামে কারো মৃত্যু হয়নি। এর আগে গতকাল শুক্রবার ১ হাজার ১৬৭ জনের করোনা শনাক্ত হয়।

শনিবার (২৯ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের ১২টি ল্যাবে ২ হাজার ৯১৩টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ১৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫৬১ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা।
বাকি ২৪৮ জনের মধ্যে লোহাগাড়ার ৮, সাতকানিয়ার ১৩, বাঁশখালীর ১৪, আনোয়ারার ১২, চন্দনাইশের ১৬, পটিয়ার ১৩, বোয়ালখালীর ১২, রাঙ্গুনিয়ার ২৯, রাউজানের ২২, হাটহাজারীর ৪৭, ফটিকছড়ির ৪২, হাটহাজারী ৪৭, মিরসরাইয়ের ৮, সীতাকুণ্ডের ৪ ও সন্দ্বীপ উপজেলার ৮ জন রয়েছেন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৩ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৮৭ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৯৮ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৮০ জন, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৭ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ১২৫ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৭৬ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে দুজন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৩৫ জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ১০২ জন, ল্যাবএইড হাসপাতাল ল্যাবে ১ জন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ২৮ জন এবং এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ৩৭ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
চট্টগ্রামে এ পর্যন্ত ১ লাখ ১৮ হাজার ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৮৬ হাজার ৮৫ জন। ৩১ হাজার ৯২৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

Latest Posts

spot_imgspot_img

Don't Miss