spot_img

২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

টেকনাফে ‘কথিত বন্দুকযুদ্ধে’ নিহত হামিদ মেম্বার

গতকাল সোমবার (১ জুলাই) দিবাগত রাত ১২টা ২৫ মিনিটের দিকে  টেকনাফে পুলিশের সাথে ‘কথিত বন্দুকযুদ্ধে’ গোয়েন্দা সংস্থার তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী মো.হামিদ প্রকাশ হামিদ মেম্বার নিহত হয়েছেন। টেকনাফ সদর ইউপির মহেষখালীয়াপাড়ার নৌকাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এসময় পুলিশের তিন সদস্য আহত হন।

নিহত মো. হামিদ প্রকাশ হামিদ মেম্বার ওই এলাকার মৃত আবুল হাসিম প্রকাশ হাশেমের ছেলে। পুলিশের দাবি, তার বিরুদ্ধে টেকনাফ থানাসহ বিভিন্ন থানায় মানব পাচার মামলা, মাদক মামলা, নারী ও শিশু নির্যাতন মামলা, অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, টেকনাফের মহেশখালীয় বাজার হতে হামিদ মেম্বারকে গতকাল বিকাল সাড়ে তিনটার দিকে আটক করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্য মতে, গতকাল মধ্য রাতে টেকনাফ সদর ইউপির মহেষখালীয়াপাড়ার নৌকাঘাট এলাকায় ইয়াবা উদ্ধারে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পুলিশের ওপর গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এ সময় পুলিশের তিন সদস্য আহত হয়। পরে ঘটনাস্থলে হামিদ মেম্বারকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থলের আশপাশ তল্লাশি চালিয়ে ৪টি এলজি, ১৭ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ, ২১ রাউন্ড কার্তুজের খোসা, ৬হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে গুরুতর আহত গুলিবিদ্ধ মো. হামিদ প্রকাশ হামিদ মেম্বারকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া গেলে কর্তব্যরত ডাক্তার তাহাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করলে সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

Latest Posts

spot_imgspot_img

Don't Miss