spot_img

২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আইসিইউর যন্ত্রপাতি পৌঁছেছে চট্টগ্রামে

করোনা আক্রান্তদের চিকিৎসায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১০ শয্যার ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) স্থাপন করা হচ্ছে। আজ মঙ্গলবার দুপুরে যন্ত্রপাতি হাসপাতালে পৌঁছেছে বলে জানিয়েছেন তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার।

তিনি বলেন, করোনা রোগীদের চিকিৎসা সেবা দিতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসিইউ সুবিধার ব্যবস্থা করা হচ্ছে। এরই মধ্যে ১০টি আইসিইউ শয্যার যন্ত্রপাতি এসেছে। ঢাকা থেকে একটি টিম এসে যন্ত্রপাতি বসানোর কাজ শুরু করবেন।

আরো পড়ুন: নীলফামারীতে চিকিৎসক করোনাভাইরাস পজেটিভ

এর আগে চট্টগ্রামসহ বিভাগীয় শহরগুলোতে আইসিইউ সুবিধা বাড়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়ে চিঠি দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

এদিকে দুর্যোগকালের জন্য চট্টগ্রামের ১২টি বেসরকারি হাসপাতালের আইসিইউ প্রস্তুত রাখার কথা জানিয়েছেন সিভিল সার্জন। সময়ের গুরুত্ব বিবেচনায় চারটি ধাপে এসব হাসপাতালের আইসিইউ ব্যবহার করা হবে।

করোনা চিকিৎসায় চট্টগ্রামের বিআইটিআইডি এবং জেনারেল হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে।

চস/সোহাগ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss