spot_img

৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনায় চট্টগ্রামে একদিনে নতুন শনাক্ত ১২৫

চট্টগ্রামে করোনাভাইরাসে নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় আরও ১২৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) ৭টি ল্যাবে ১০০৮ টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ হাজার ১০১ জনে।

এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৫২টি নমুনা পরীক্ষা করে ২৪ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছেন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৩৯৯টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় আরও ১৪ জন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১৫২টি নমুনা পরীক্ষা করে ২৯ জন করোনা পজেটিভ পাওয়া গেছে।

চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৫১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৬ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়।

এছাড়া শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৬৪টি নমুনা পরীক্ষা করে ২১ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।

ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবরেটরিতে ৭৮টি নমুনা পরীক্ষা করে ৩০ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১২ জনের নমুনা পরীক্ষা করে ১ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ৭টি ল্যাবে ১০০৮ টি নমুনা পরীক্ষা করে মোট করোনা পজেটিভ পাওয়া গেছে ১২৫ জনের। এরমধ্যে ৯৬ জন নগরীর এবং ২৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ২৯ জনের মধ্যে বাঁশখালীর ১, আনোয়ারার ১, চন্দনাইশের ১, পটিয়ার ১, বোয়ালখালীর ২, রাঙ্গুনিয়ার ১, রাউজানের ৮, ফটিকছড়ির ৫, হাটহাজারীর ৩, সীতাকুণ্ডের ৩, সন্দ্বীপের ২ ও মিরসরাইয়ের ১ জন আছেন।

এদিকে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৬৮ জন । এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ২ হাজার ১১২ জন।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss