spot_img

১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

শুরু হল অবৈধ সম্পদ অর্জনের মামলায় বদির বিচার

কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আবদুর রহমান বদির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন-দুদকের দায়ের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় অভিযোগ গঠন করেছে চট্টগ্রামের একটি আদালত।

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় এই অভিযোগ গঠন করা হয়েছে।

রবিবার চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল শুনানি শেষে অভিযোগ গঠন করে মামলাটির বিচার শুরুর আদেশ দেন।

আরো পড়ুন: বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে আগামী ৩ দিন

বদির আইনজীবী রফিকুল ইসলাম বলেন, ‘চার্জ গঠন হওয়ায় আগামী ১৫ অক্টোবর থেকে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে।’

উল্লেখ্য, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালে বদির বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছিল। দুদকের তৎকালীন উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ নগরীর ডবলমুরিং থানায় এ মামলা করেন।

মামলায় বদির বিরুদ্ধে ৫৬ লাখ ১১ হাজার ৫০০ টাকার সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত ৭৯ লাখ ৩৭ হাজার ৭৯৭ টাকার সম্পদের মালিক হওয়ার অভিযোগ আনা হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss