নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর শুরু হচ্ছে আজ। গৌহাটিতে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও সহ-আয়োজক শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।
পাকিস্তান ভারতের মাটিতে না খেলায় তাদের ম্যাচগুলো আয়োজন করবে শ্রীলঙ্কা। ফলে এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে হাইব্রিড মডেলে-ভারত মূল আয়োজক হলেও পাকিস্তান নিজেদের ম্যাচ খেলবে কলম্বোতে।
মোট আট দল অংশ নিচ্ছে এবারের আসরে। আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের শীর্ষ ছয় দল-অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত ও শ্রীলঙ্কা-সরাসরি জায়গা করে নেয়। বাছাই পর্ব পেরিয়ে মূল পর্বে এসেছে বাংলাদেশ ও পাকিস্তান। টুর্নামেন্টের প্রথম পর্বেই ৭টি ম্যাচ কেলার সুযোগ পাবে বাংলাদেশ। মানে সামনে ৭ চ্যালেঞ্জ!
বাংলাদেশের জন্য এটি দ্বিতীয় বিশ্বকাপ। ২০২২ সালে নিউজিল্যান্ডে অভিষেক হয় টাইগ্রেসদের। প্রথম আসরে তারা সাত ম্যাচে মাত্র একটি জয় পেয়েছিল-পাকিস্তানের বিপক্ষে ৯ রানে। এবারের বিশ্বকাপে তাই আগের সাফল্য ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই নামবে নিগার সুলতানা জ্যোতির দল।
লিগ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একবার করে খেলবে। মোট ম্যাচ সংখ্যা ৩১। লিগ পর্ব শেষ হবে ২৬ অক্টোবর। এরপর ২৯ অক্টোবর প্রথম সেমিফাইনাল, ৩০ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনাল এবং ২ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে বিশ্বকাপের।
বাংলাদেশের খেলার সূচি শুরু হবে ২ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে কলম্বোতে। এরপর ৭ অক্টোবর ইংল্যান্ড এবং ১০ অক্টোবর নিউজিল্যান্ডের মুখোমুখি হবে গৌহাটিতে। ১৩ অক্টোবর দক্ষিণ আফ্রিকা এবং ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে বিশাখাপত্তমে। এরপর ২০ অক্টোবর শ্রীলঙ্কা ও ২৬ অক্টোবর ভারতের বিপক্ষে নামবে নাভি মুম্বাইয়ে।
প্রস্তুতিমূলক ম্যাচে টাইগ্রেসদের পারফরম্যান্স আশার সঞ্চার করেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলেও শ্রীলঙ্কাকে ১ রানে হারিয়ে আত্মবিশ্বাসী সূচনা করেছে বাংলাদেশ।
নারী ওয়ানডে বিশ্বকাপের যাত্রা শুরু হয়েছিল ১৯৭৩ সালে ইংল্যান্ডে। এখন পর্যন্ত অস্ট্রেলিয়া রেকর্ড সাতবার শিরোপা জিতেছে, ইংল্যান্ড চারবার এবং নিউজিল্যান্ড একবার। ভারত ও ওয়েস্ট ইন্ডিজ ফাইনাল খেললেও ট্রফি ছুঁতে পারেনি।
নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, রাবেয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃৃষ্ণা, সানজিদা আক্তার, নিশিতা আকতার নিশি ও সুমাইয়া আকতার।
বিশ্বকাপে বাংলদেশের ম্যাচের সূচি:
তারিখ ম্যাচ ভেন্যু
২ অক্টোবর পাকিস্তান কলম্বো
৭ অক্টোবর ইংল্যান্ড গৌহাটি
১০ অক্টোবর নিউজিল্যান্ড গৌহাটি
১৩ অক্টোবর দক্ষিণ আফ্রিকা বিশাখাপত্তম
১৬ অক্টোবর অস্ট্রেলিয়া বিশাখাপত্তম
২০ অক্টোবর শ্রীলঙ্কা নাভি মুম্বাই
২৬ অক্টোবর ভারত নাভি মুম্বাই
চস/স