spot_img

২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার
১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ঢাকার কদমতলীতে আগুনে ২১ ঘর পুড়ে ছাই, মৃত্যু ১

রাজধানীর কদমতলীতে অগ্নিকাণ্ডে ২১টি ঘর পুড়ে গেছে। এ ঘটনায় দেলোয়ার (১৮) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে কদমতলীর শ্যামপুর বরইতলা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কদমতলী বরইতলায় একটি সেমি পাকা ভবনের ওপর ২১টি ছোট ছোট ঘর ছিল। বৈদ্যুতিক গোলযোগের কারণে সেখানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ভোর পৌনে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় একটি কক্ষ থেকে দগ্ধ অবস্থায় দেলোয়ার নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়। অগ্নিকাণ্ডে ২১টি ঘড় পুড়ে গেছে বলে জানান তিনি।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বলেন, আগুন নিয়ন্ত্রণের পর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে একটি কক্ষের ভেতর থেকে দেলোয়ারের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল মর্গে রাখা হয়েছে।

 

চস/এএম

Latest Posts

spot_imgspot_img

Don't Miss