ঢাকার মতিঝিলের টিঅ্যান্ডটি কলোনির পাশের একটি গাছ থেকে আনুমানিক ২১ বছরের অজ্ঞাতপরিচয় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ
বুধবার (১৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়।
মতিঝিল থানার উপ পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, সকালে খবর পাই মতিঝিল টিঅ্যান্ডটি কলোনির দেয়ালের বাইরের একটি গাছের সঙ্গে এক যুবক জিন্সের প্যান্ট দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। অজ্ঞাতপরিচয় যুবককে দেখে মনে হয়েছে সে ভবঘুরে। তবুও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
চস/আজহার