spot_img

১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সোমবার
২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

অনলাইন ডেস্ক

সর্বশেষ

নগরীর সরকারি বিদ্যালয়ে ভর্তিযুদ্ধ: ৮ দিনে ৭৬ হাজার আবেদন

২০২৫ শিক্ষাবর্ষে ভর্তির জন্য চট্টগ্রাম নগরীর ১০ সরকারি বিদ্যালয়ে গত আটদিনে অনলাইনে আবেদন জমা পড়েছে ৭৫ হাজার ৯০২টি। এই ১০ সরকারি বিদ্যালয়ে শূন্য আসন সংখ্যা হচ্ছে ২ হাজার ২৩৬টি। অর্থাৎ, প্রতিটি আসনের বিপরীতে গড়ে আবেদন জমা পড়েছে প্রায় ৩৪টি।

গত মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত এসব আবেদন জমা পড়ে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ভর্তির জন্য আবেদন করা যাবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (মাধ্যমিক) ও ঢাকা মহানগরী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্য সচিব মো. আজিজ উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

গত ১২ নভেম্বর সকাল ১১টা থেকে ভর্তির আবেদন শুরু হয়। আগামী ৩০ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে এ আবেদন গ্রহণ করা হবে। এ পর্যন্ত ভর্তির জন্য সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে পঞ্চম শ্রেণিতে। পঞ্চম শ্রেণিতে ১ হাজার ৪৬১টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৪৪ হাজার ৮৯২টি।

এছাড়া ষষ্ঠ শ্রেণিতে ৪৫৮টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২৩ হাজার ৮৮৪টি। অষ্টম শ্রেণিতে ১৩৩টি আসনের বিপরীতে ২ হাজার ৫১৫টি এবং নবম শ্রেণিতে ১৮৪টি আসনের বিপরীতে ৪ হাজার ৬১১টি আবেদন জমা পড়ে।

জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (মাধ্যমিক) ও ঢাকা মহানগরী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্য সচিব মো. আজিজ উদ্দিন বলেন, গত ১২ নভেম্বর থেকে মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত ৭৫ হাজার ৯০২টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আসন খালি রয়েছে পঞ্চম শ্রেণিতে এবং আবেদনও বেশি জমা পড়েছে পঞ্চম শ্রেণিতে। সেখানে ১ হাজার ৪৬১টি আসনের বিপরীতে ৪৪ হাজার ৮৯২টি আবেদন জমা পড়েছে।

কোন বিদ্যালয়ে কত আবেদন : এ পর্যন্ত ভর্তির জন্য সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে গভ. মুসলিম হাই স্কুলে। সেখানে পঞ্চম, ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে শূন্য আসনের বিপরীতে ২২৬ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে। এই তিন শ্রেণিতে ২২৬টি আসনের বিপরীতে ১২ হাজার ২০৪টি আবেদন জমা পড়েছে। নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতে আবেদন জমা পড়েছে ১১ হাজার ২৫টি। যেখানে আসন সংখ্যা ২১৬টি।

ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম ও নবম শ্রেণির ৩২৪টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ১০ হাজার ৪৩৪টি। চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম, ষষ্ঠ ও নবম শ্রেণিতে ২১৭টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ১০ হাজার ২১৭টি।

একইভাবে বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম, ষষ্ঠ ও নবম শ্রেণিতে নতুন শিক্ষার্থী ভর্তি করানো হবে। এই তিন শ্রেণিতে ২৬৪টি শূন্য আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৮ হাজার ২৭৫টি। চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে পঞ্চম শ্রেণিতে ২১৭টি শূন্য আসনের বিপরীতে ৫ হাজার ৮২৭ জন শিক্ষার্থী আবেদন করেছে। সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতে ২৩৯টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৫ হাজার ৭৯৮টি।

চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে শুধুমাত্র পঞ্চম শ্রেণিতে নতুন শিক্ষার্থী ভর্তি করানো হবে। সেখানে ২১৮টি আসনের বিপরীতে ৫ হাজার ৩২টি আবেদন জমা পড়েছে। হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ১১০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৩ হাজার ৮৯৪টি। চট্টগ্রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের পঞ্চম, অষ্টম ও নবম শ্রেণিতে শুধুমাত্র ১০১টি শূন্য আসনের বিপরীতে আবেদন গ্রহণ করা হচ্ছে। সেখানে এ পর্যন্ত ৩ হাজার ১৯৬টি আবেদন জমা পড়েছে। সূত্র: পূর্বকোণ

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss