spot_img

১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সোমবার
২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

বান্দরবানে ভোটার তালিকায় রোহিঙ্গাদের অন্তর্ভুক্তি ঠেকাতে পরিপত্র জারি

পার্বত্য জেলা বান্দরবানে শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। সোমবার (২০ জানুয়ারি) সকাল থেকে বান্দরবানের সাতটি উপজেলায় এই কার্যক্রম শুরু হয়। তথ্য সংগ্রহকারীরা পাড়ায় পাড়ায় গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চালাচ্ছেন।

নির্বাচন অফিস জানিয়েছে, বান্দরবানে এবার ৭১ জন সুপারভাইজার ও ৩৩৮ জন তথ্য সংগ্রহকারী ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে অংশ নিয়েছেন।

এদিকে পার্বত্য জেলা বান্দরবান মায়ানমার সীমান্তবর্তী ও রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হওয়ায় ভোটার তালিকায় যাতে কোনভাবে রোহিঙ্গারা অন্তর্ভুক্ত হতে না পারে সেজন্য নির্বাচন কমিশন থেকে কঠোর নজরদারি করা হচ্ছে। ইতিমধ্যে নির্বাচন কমিশন থেকে এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়েছে। রোহিঙ্গাদের অন্তর্ভুক্তি ঠেকাতে মিয়ানমার সীমান্তবর্তী এলাকাগুলোতে বিশেষ সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। উপজেলাগুলোর যাচাই-বাছাই কমিটি ও বিশেষ সমন্বয় কমিটি নির্বাচন কমিশনের পরিপত্র অনুযায়ী যৌথভাবে কাজ করবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন। এদিকে ১৮ বছর পূর্ণ হওয়া নতুন ভোটাররা ভোটার তালিকায় তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে খুবই খুশি।

অন্যদিকে স্থানীয়রাও তথ্য সংগ্রহকারীদের হালনাগাদ ভোটার তালিকা কার্যক্রম সফল করার জন্য নানাভাবে সহায়তা দিয়ে যাচ্ছেন। বান্দরবানে সর্বশেষ ভোটার সংখ্যা ৩ লাখ ১২ হাজার ৫৫১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬২ হাজার ৯৫৬ ও মহিলা ভোটার ১ লাখ ৪৯ হাজার ৫৯৫ জন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss