বৃহত্তর চট্টগ্রাম সমিতি ক্যুইবেক কানাডার আয়োজনে বার্ষিক বনভোজন ও চাটগাঁইয়া মিলনমেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মনোরম পরিবেশে ক্যুইবেকের কোয়ান্সভিল শহরের ন্যাচার সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মো. ইলিয়াসের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আল আমিন সিকদার ও নওশাদ চৌধুরী মিটুর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
মেয়র শাহাদাত তার বক্তব্যে বলেন, ‘বাংলাদেশ ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে সমঝোতা বৃদ্ধি পেলে রপ্তানি ও আমদানি কার্যক্রম আরও বেগবান করা সম্ভব। বিশেষ করে বন্দরনগরী চট্টগ্রাম এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গ্রান্ড স্পন্সর ইঞ্জিনিয়ার এ হেলাল, গোল্ডেন স্পন্সর নাদিরা হামিদ ও রিয়াজ হামিদ। সংগঠনের সাবেক সভাপতি ও উপদেষ্টা আবু ইউনুস সুজন, আ স ম ইসমাইল, মো. আলী জিন্নাহ, বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াকুব, মো. দিদারুল আলম, মো. দিদারুল মোস্কফা, আবসার উদ্দীন চৌধুরী, মো. শাহজাহান, মো. নুরুল আবসার, নূর মোহাম্মদ চৌধুরী, মো. নিজাম উদ্দীন চৌধুরী, মো. মোসলেম উদ্দীন বাবুল, সুশান্ত বড়ুয়া, কাইসুল হক, আরাফাত হোসেন, মো. জাবেদ, এম সহিদ, জুয়েল দেবনাথ, মো. ইমতিয়াজ সাজু, মো. ইমতিয়াজ রাজু, কাজী সোয়েব, মোস্তফা জামান, ইকবাল করিম, মো. ইমরান উদ্দীন, মো. ইসমাইল প্রমুখ।
দিনব্যাপী এই আয়োজনে ছিল বাচ্চাদের বিভিন্ন রকমের খেলা, ক্যুইজ প্রতিযোগিতা, র্যাফেল ড্র, ঐতিহ্যবাহী খাবার এবং মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান।
চস/স