প্রেমিক গৌতম কিচলুর সঙ্গে আগামী ৩০ অক্টোবর বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন কাজল আগারওয়াল। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মেহেদী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়ে গেলো বলিউডের এই অভিনেত্রীর বিয়ের আনুষ্ঠানিকতা।
নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেহেদী অনুষ্ঠানের একটি ছবি শেয়ার করেছেন কাজল আগারওয়াল।
এদিকে, কাজল-কিচলুর বিয়েতে উপস্থিত থাকবেন শুধু দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা। এমনটি আগেই জানিয়ে দেওয়া হয়েছে। ফলে তার মেহেদী অনুষ্ঠানেও খুব জমকালো কোনো আয়োজন করা হয়নি।
আরো পড়ুন: বিয়ে করলেন অর্ণব-সুনিধি
তাইতো ফ্লোরাল প্রিন্টের সাদামাটা একটি পোশাকেই মেহেদী অনুষ্ঠানে ছবি তোলার জন্য পোজ দিয়েছেন তিনি।
চস/স