‘ঊনপঞ্চাশ বাতাস’ ছাড়াও হলিউডের ছবি ‘সনিক দ্য হেজহগ’ এর জন্য বিশেষ এই ছাড় দিয়েছে ব্লকবাস্টার সিনেমাস
ঢাকাসহ চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের মোট ছয়টি প্রেক্ষাগৃহে চলছে মাসুদ হাসান উজ্জ্বলের প্রথম ছবি ‘ঊনপঞ্চাশ বাতাস’।মুক্তির পর থেকেই সর্বমহলে প্রশংসিত হচ্ছে ছবিটি। এরইমধ্যে যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস এই ছবির দর্শকদের জন্য দিয়েছে বিশাল ছাড়!
ব্লকবাস্টার সিনেমাসের মার্কেটিং ইনচার্জ মাহাবুবুর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘ঊনপঞ্চাশ বাতাস’ ছবির একটি টিকেট কিনলেই আরেকটি ফ্রি দেয়া হচ্ছে। আরো বেশি দর্শককে আগ্রহী করতেই আমরা এমন ছাড় দিয়েছি।
আরেকটি ছবি ‘সনিক দ্য হেজহগ’-এর ক্ষেত্রেও আছে ছাড়ের ব্যবস্থা। এই কর্মকর্তা জানান, হলিউডের এই ছবির দুটি টিকেট কিনলেই ৫০ শতাংশ ছাড় দেয়া হচ্ছে।
আপাতত এ দুটি ছবির ক্ষেত্রে শুধুমাত্র অফার প্রযোজ্য। এদিকে ৭ মাস পর ১৬ অক্টোবর থেকে দেশের সব সিনেমা হল খোলার অনুমতি প্রদান করেন সরকার। সেই ঘোষণার পর ব্লক বাস্টার কর্তৃপক্ষও স্বাস্থ্যবিধি মেনে প্রেক্ষাগৃহ চালু করে।
কর্তৃপক্ষ জানায়, শুরুতে দর্শক কম থাকলেও ধীরে ধীরে প্রেক্ষাগৃহে দর্শকদের আনাগোনা বাড়ছে। তাদের আশা, টিকেট মূল্যে ছাড় দেয়ায় দর্শকদের উপস্থিতি আরও বাড়বে।
২৩ অক্টোবর মুক্তি পেয়েছে ‘ঊনপঞ্চাশ বাতাস’। ছবিতে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, শার্লিন ফারজানা, ইলোরা গহর, মানস বন্দোপাধ্যায়, ইনামুল হক, খাইরুল বাসার ও ফারিহা শামস সেওতি।
চস/আজহার