করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের জেরে এই বছরের গ্র্যামি অ্যাওয়ার্ডস পিছিয়ে দেওয়া হল। ৩১ জানুয়ারি লস অ্যাঞ্জেলেসের স্টেপলস সেন্টারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবারের গ্র্যামি। অনুষ্ঠানটির নতুন তারিখ দেয়া হয়েছে ১৪ মার্চ।
মঙ্গলবার রেকর্ডিং অ্যাকাডেমি এবং সিবিএস এক যৌথ বিবৃতি দিয়ে এই খবর জানিয়েছে।
এ বছর গ্র্যামি সঞ্চালনা করবেন কমেডি শিল্পী ট্রেভর নোয়া। সর্বোচ্চ নয়টি মনোনয়ন পেয়ে এ বছরের গ্র্যামির অন্যতম আকর্ষণ পপ তারকা বিয়ন্সে। তাঁর মেয়ে ব্লু আইভি কার্টারও একটি মনোনয়ন পেয়েছেন।
আরো পড়ুন: ‘কমান্ডো’ সিনেমার টিজার নিয়ে যা বললেন মামুনুল হক
রেকর্ডিং অ্যাকাডেমি এবং সিবিএস জানায়, লস অ্যাঞ্জেলেসের স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং অনুষ্ঠানে পারফর্ম করবেন এমন শিল্পীদের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চস/স


