এবার অপূর্ব-মেহজাবিনকে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে। শুধু তাই নয়, তাদের সুখের সংসারে রয়েছে ফুটফুটে কন্যা সন্তান তাথৈ। তবে হঠাৎ একটি সুইসাইড পরিবারকে এলোমেলো করে দেয়। তবে বাস্তবে নয়। এমন একটি সুইসাইড কেসের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘স্বার্থপর’।
অপূর্ব-মেহজাবিনকে নিয়ে নাটকটি নির্মাণ করছেন মিজানুর রহমান আরিয়ান। নির্মাণের পাশাপাশি এর গল্প, চিত্রনাট্যও নির্মাতা আরিয়ানের নিজের।
নাটকটির প্রসঙ্গে আরিয়ান বলেন, করোনাভাইরাসের কারণে অনেক কাজই করা হয়নি। কিছু কাজ আগেই করা হয়েছিল। ‘স্বার্থপর’ একটু ভিন্ন স্বাদের নাটক। আমার অন্যান্য কাজ থেকে একেবারেই আলাদা। একটু থ্রিলার ফিল পাবেন।
অপূর্ব-মেহজাবিন ছাড়াও এতে আরো অভিনয় করেছেন শিরিন আলম, এস এম মহসিন, ফারুক আহমেদ, শাহানা সুমি, মায়মুনা মম, আবিদ রেহান, শাহরিয়ার রানা, অরণ্য বিজয়।
নির্মাতা আরিয়ান জানান, ‘স্বার্থপর’ নাটকটি আসছে ঈদুল আজহায় বেসকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচারিত হবে।
চস/আজহার