spot_img

৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

প্রশান্ত মহাসাগরে ৭.১ মাত্রার ভূমিকম্প

একদিন পার না হতেই আবারো শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে। নিউ ক্যালিডোনিয়ার পূর্বে প্রশান্ত মহাসাগরের লয়ালটি দ্বীপে শনিবার ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাতে শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নিউ ক্যালিডোনিয়ান দ্বীপপুঞ্জের ৩০০ কিলোমিটার (১৯০ মাইল) পূর্বে ভূপৃষ্ঠের ৩৫ কিলোমিটার (২২ মাইল) গভীরে। তবে ভূমিকম্পটির স্থায়িত্ব ছিল মাত্র দুই সেকেন্ড।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা আরও জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টা ৫১ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর কয়েক মিনিট পর ৬ দশমিক ৫ মাত্রার একটি পরকম্প অনুভূত হয়।

ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের কারণে সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে, তবে তার উচ্চতা দশমিক ৩ মিটারের (এক ফুট) বেশি হবে না।

এর আগে শুক্রবার একই এলাকায় ৭ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। ওই ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হলেও কয়েক ঘণ্টা পর তা তুলে নেওয়া হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss