spot_img

১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করার প্রস্তাব মন্ত্রণালয়ের

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় চিকিৎসকদের বয়সসীমা ৩৪ বছর করার প্রস্তাব দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৩ মার্চ) সচিবালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক সায়েদুর রহমান বলেন, অন্যান্য ক্যাডারের ক্ষেত্রে বয়সসীমা ৩০ বছর থাকলেও, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ক্ষেত্রে এটি ৩২ বছর নির্ধারণ করা হয়েছিল, কারণ এমবিবিএস ডিগ্রি অর্জনে পাঁচ বছর এবং ইন্টার্নশিপে এক বছর সময় লাগে। পরবর্তীতে সব ক্যাডারের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছরে উন্নীত করা হলেও স্বাস্থ্য ক্যাডারকে আলাদাভাবে বিবেচনা করা হয়নি। এ কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় এটি ৩৪ বছর করার প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে।’

এদিকে ডাক্তার উপাধি ব্যবহার নিয়ে তিনি জানান, এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারীরাই ‘ডাক্তার’ উপাধি ব্যবহার করতে পারবেন। এ সংক্রান্ত হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর এই বিষয়ে প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারি করা হবে।

এছাড়া চিকিৎসা সহকারীরা কী উপাধি ব্যবহার করবেন, তা নির্ধারণে একটি কমিটি গঠন করা হবে বলেও জানান সায়েদুর রহমান।

তিনি বলেন, গতকাল বুধবার ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা যৌথ বিবৃতিতে কর্মবিরতি ও অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ রাখার কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিলেও আমরা জানতে পেরেছি যে, শিক্ষার্থীরা এখনো তাদের কর্মসূচি পালন করছেন। আপনাদের (গণমাধ্যমকর্মীদের) মাধ্যমে আমরা তাদের প্রতি অনুরোধ জানাচ্ছি, যেহেতু আমরা তাদের দাবি পূরণের জন্য কাজ করছি, তাই তারা যেন তাদের কর্মসূচি প্রত্যাহার করেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss