চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যায়নি। একই সময়ে নতুন করে আরও একজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার শূন্য দশমিক ১৯ শতাংশ।
শনিবার (১৯ মার্চ) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
এদিন চট্টগ্রামে আটটি ল্যাবে ৫১২ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত এক জনই নগরীর বাসিন্দা।
এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যুবরণ করেছে ১ হাজার ৩৬২ জন। এর মধ্যে ৭৩৪ জন মহানগর এবং ৬২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এছাড়া চট্টগ্রামে মোট ১ লাখ ২৬ হাজার ৬০৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরীর ৯২ হাজার ৭৬ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৫২৯ জন।
চস/স