spot_img

২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে বলুয়ারদীঘি কলোনিতে আগুন, নিহত ২

চট্টগ্রাম মহানগরীর বলুয়ারদিঘী এলাকায় আগুনে পুড়েছে ৯ বসতঘর। এতে শ্বাসরোধ হয়ে মারা গেছেন দু’জন। এসময় আহত হয়েছেন আরও ৩ জন। তবে তাৎক্ষণিকভাবে মারা যাওয়া ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে বলুয়ারদিঘীর পশ্চিমপাড়স্থ জাফর সওদাগর কলোনিতে আগুনের এই ঘটনা ঘটে।

চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আবদুল মালেক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগে ৯টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার ফাইটাররা গিয়ে শেষ মুহূর্তের আগুন নিভিয়েছেন। আর সেখানে মারা যাওয়া দু’ব্যক্তির বিষয়ে শুনেছেন। কিন্তু তাদের দেখেননি ফায়ার ফাইটাররা।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ভোরে একটি সেমিপাকা ঘরের বিদ্যুতের ওয়ারিং থেকে আগুন লাগে। ওই ঘরের ভিতরে ৫ জন আটকা পড়েন। তাদেরকে এলাকাবাসী উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে ২ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বর্তমানে ৩ জন চিকিৎসাধীন অবস্থায় আছেন।

নিহতরা সম্পর্কে স্বামী-স্ত্রী। তারা ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মারা গেছেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। তবে তাদের নাম বলতে পারেননি কেউ।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss