spot_img

৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, সোমবার
১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

নেত্রকোনা-৪ আসনের এমপি রেবেকা মমিন আর নেই

নেত্রকোনা-৪ আসনের এমপি রেবেকা মমিন (৭৬) মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিতসহ নানান রোগে ভুগছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী মোহাম্মদ তোফায়েল আহমেদ।

মঙ্গলবার (১১ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি আওয়ামী লীগের মনোনীত টানা তৃতীয়বারের এমপি ছিলেন এবং সাবেক খাদ্য মন্ত্রী আবুল মোমেনের সহধর্মিণী।

ব্যক্তিগত সহকারী মোহাম্মদ তোফায়েল আহমেদ জানান, মঙ্গলবার সকাল ১০টায় ধানমণ্ডির বায়তুল আমান মসজিদে জানাজা হবে প্রয়াত সংসদ সদস্যের। পরে তার মরদেহ নিয়ে যাওয়া হবে মোহনগঞ্জের কাজিয়াটির গ্রামের বাড়িতে। সেখানে আরেক দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

প্রসঙ্গত, রেবেকা মমিন নেত্রকোনা-৪ আসন থেকে টানা তিনবার নির্বাচিত এমপি। তিনি জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছিলেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss