spot_img

২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

লিচু খেয়ে ৬ শিশু হাসপাতালে

বিরামপুরের দারুস সালাম সালাফিয়া বালিকা মাদ্রাসার ৬ শিশু লিচু খেয়ে পেটের পিড়া নিয়ে বিরামপুর হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, বর্তমানে শিশুরা শঙ্কামুক্ত হলেও তাদেরকে হাসপাতালের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ মে) সকালে বিরামপুর পৌর এলাকা শিমুলতলী (গড়েরপাড়) এলাকায় এই ঘটনা ঘটে।

দারুস সালাম সালাফিয়া বালিকা মাদ্রাসার পরিচালক আবু তাহের জানান, ওই মাদ্রাসায় কওমি শ্রেণিতে ৩০ জন শিশু রয়েছে। তাদের মধ্যে ২৫ জন মাদ্রাসার আবাসিকে থেকে লেখাপড়া করে। গতকাল সোমবার সন্ধ্যায় শিশুরা লিচু খেয়েছিল। এরই প্রতিক্রিয়ায় আজ সকালে আবাসিকের ৬ শিশু ফারিয়া, আলিফা, নাজনীন, নামিশা, রাফিয়া ও ছায়মা পেট ব্যথা ও মাথা ঘুরানো উপসর্গে আক্রান্ত হয়ে পড়ে। তারা সবাই ওই মাদ্রাসার কওমি ৪র্থ শ্রেণির শিক্ষার্থী। পরে তাদেরকে দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল ইফরান আমাদের সময়কে জানান, ৬ শিশু লিচু খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বলে জানা গেছে। তাদের ভর্তির সঙ্গে সঙ্গে স্যালাইন ও চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তারা শঙ্কামুক্ত হলেও হাসপাতালে চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss