spot_img

৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

হজ পালন করতে সৌদি আরবে পৌঁছেছেন মুশফিক

চলতি বছরের হজ পালন করতে সৌদি আরবে যাচ্ছেন মুশফিক, তা আগেই জানা গিয়েছিল। শনিবার তিনি হজ পালন করতে সৌদি আরবে পৌঁছেছেন। সেখানে গিয়ে বিষয়টি ফেসবুকে জানিয়ে সবার দোয়া চেয়েছেন তিনি।

গত ১ জুলাই মুশফিক সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা করেন। পবিত্র হজ পালনের প্রধান শর্ত, ইহরাম বাধা অবস্থায় ছবি প্রকাশ করেছেন তিনি। ছবিতে দেখা যায় তার অবস্থানটা কাবা শরিফের ঠিক সামনে। এর আগে বাংলাদেশের সাবেক এই অধিনায়ক ওমরাহ পালন করলে হজ পালন করছেন এবারই প্রথম।

এই হজ পালনের জন্য দলের সঙ্গে উইন্ডিজ যাত্রায় যোগ দেননি তিনি। ছুটি পেয়েছেন। তাকে ছাড়া অবশ্য দলের পরিস্থিতি খুব একটা ভালো নয়। দুই টেস্টের সিরিজ, আর প্রথম টি-টোয়েন্টিতে এর ছাপ পড়েছে বেশ ভালোই। দল ব্যাটিং ব্যর্থতার মধ্য দিয়েই পার করছে সময়।

হজের জন্য দেশ ছাড়ার আগে অবশ্য ব্যস্ত সময় পার করেছেন তিনি। ব্যক্তিগত কাজ, ফিটনেস নিয়ে কাজ করেছেন তিনি। এছাড়াও মেটলাইফ ইনসুরেন্স কোম্পানি আর নগদ ইসলামিকের শ্যুটিং করছেন তিনি। ঈদের আগে টিভিতে সম্প্রচার হবে দুটি বিজ্ঞাপনই।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss