spot_img

১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে করোনায় শনাক্ত আরও ১৪৮ জন

চট্টগ্রামে করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় আরও ১৪৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বুধবার (২২ জুলাই) ৭টি ল্যাবে ১০৭৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ৩৪৬ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। যা নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২২৬ জনে।

এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৩৭০টি, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ১৮৬টি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৪১টি, চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে ১৬১টি, ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ১১১টি, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি ১০০টি ও কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৯টি নমুনা পরীক্ষা করা হয়।

আরো পড়ুন: কক্সবাজারে ফ্ল্যাট পেল ৬০০ উদ্বাস্তু পরিবার

এতে বিআইটিআইডিতে ২২ জন, সিভাসুতে ৭ জন, চমেকে ৩৯ জন, চবিতে ২৯ জন, ইম্পেরিয়ালে ২২ জন, শেভরণে ২৭ জন ও কক্সবাজার মেডিকেল কলেজে ২ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ৭টি ল্যাবে ১০৭৮টি নমুনা পরীক্ষা করে মোট ১৪৮ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। এর মধ্যে ১১৬ জন নগরীর এবং ৩২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এছাড়া করোনায় গত ২৪ ঘণ্টায় একজন মারা গেছেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss