spot_img

১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে ছাত্রদল কর্মী নিহতের ঘটনায় গ্রেপ্তার আরও ২

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন এক্সেস রোড এলাকায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল কর্মী মো.সাজ্জাদ নিহতের ঘটনায় দায়ের করা মামলায় আরও ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- মো. ইব্রাহিমের ছেলে ইউসুফ প্রকাশ হিরন (২৫) ও মৃত আনু মিয়ার ছেলে রিয়াজ করিম (৩৩)। ইউসুফ প্রকাশ হিরন ওই মামলার ৫ নম্বর ও রিয়াজ করিম ১০ নম্বর আসামি।

এর আগে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে একই মামলায় এজাহারভুক্ত ছয়জনসহ আসামিসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছিল।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, গতকাল বুধবার দিবাগত রাত দেড়টায় চান্দগাঁও থানাধীন মীর বাড়ি এলাকা থেকে ইউসুফ প্রকাশ হিরনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেখানো মতে বাকলিয়া থানাধীন সুরভী আবাসিক এলাকা (খালপাড়) এসবিএন এন্টারপ্রাইজ নামীয় কনস্ট্রাকশন সামগ্রী বিক্রির অফিস থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত স্পেনের তৈরি একটি পিস্তল, একটি গুলি এবং একটি গুলির খোসা উদ্ধার করা হয়। পরে পটিয়া উপজেলার জঙ্গলখাইন এলাকা থেকে রিয়াজ করিমকে গ্রেপ্তার করা হয়।

গত ২৮ অক্টোবর নিহত সাজ্জাদের বাবা মো.আলম বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪০ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

চস/স

ওয়াসিম হত্যায় কারাগারে সাবেক সিএমপি কমিশনার সাইফুল

জুলাই-আগস্ট আন্দোলনে ছাত্রদল নেতা ওয়াসিমসহ তিনজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে এ আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

এ দিন সকালে সাইফুলকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। পরে আদালতে তোলা হলে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

মানবতাবিরোধী অপরাধের এ মামলায় সিএমপির সাবেক কমিশনার সাইফুলকে আজ ট্রাইব্যুনালে হাজিরের দিন ধার্য ছিল। গত ১৫ অক্টোবর এ আদেশ দেন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল।

ওই দিন প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান। তিনি এ মামলার অগ্রগতি প্রতিবেদন তুলে ধরার পাশাপাশি এ ঘটনায় সাইফুলের প্রাথমিক সত্যতা মিলেছে বলে জানান। শুনানি শেষে সাইফুলকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়।

শহীদ ওয়াসিম ছাড়া অন্যরা হলেন– শহীদ ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুক।

প্রসিকিউশন জানায়, জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকায় তিনজনকে হত্যার ঘটনায় সাবেক সিএমপি কমিশনারের সরাসরি সম্পৃক্ততা মিলেছে।

এ ছাড়া ছাত্র-জনতার বিরুদ্ধে ২৫টিরও বেশি মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার ও নির্যাতনের প্রাথমিক অভিযোগ পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাইফুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল।

উল্লেখ্য, চান্দগাঁও থানার মামলায় চলতি বছরের ১২ ফেব্রুয়ারি গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন সাবেক এই সিএমপি কমিশনার। ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনে প্রাণ হারান কলেজছাত্র ওয়াসিম আকরাম। একই বছরের ১৮ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা করেন তার মা জোছনা বেগম।

চস/স

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তালিকায় যুক্ত হয়েছে ‘শাপলা কলি’। জাতীয় নাগরিক পার্টি-এনসিপি প্রতীক হিসেবে ‘শাপলা’ চাওয়ার প্রেক্ষাপটে ‘শাপলা কলি’ নতুন প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত হলো।

ইসি সচিব আখতার আহমেদের স্বাক্ষরে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এ সংক্রান্ত গেজেট প্রকাশ হয়েছে।

এর আগে সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে ইসির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আখতার আহমেদ জানিয়েছিলেন, ইসির বিধিমালায় ‘শাপলা’ প্রতীক না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সেটি বরাদ্দ দেওয়া সম্ভব নয়। কমিশন নিজ বিবেচনায় নতুন একটি প্রতীক নির্ধারণ করে গেজেট প্রকাশ করবে বলেও তখন তিনি জানান।

চস/স

চট্টগ্রামে চলন্ত বাসে ছিনতাই, আরও একজন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীতে চলন্ত বাসে ছিনতাইয়ের ঘটনায় জড়িত পলাতক আসামি মো. হাবিবুর রহমান জনিকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) ডবলমুরিং থানাধীন জাম্বুরি পার্ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর জানা যায়, সম্প্রতি সে একটি দোকানে ঢুকে দোকানিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ছিনতাই করে পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন।

তিনি জানান, গত ২৬ অক্টোবর রাতে কাস্টমস মোড়ে একটি সিটি সার্ভিস বাসের অভ্যন্তরে ছিনতাইয়ের ঘটনা ঘটে। বাসের ভেতরে থাকা এক যাত্রীর মোবাইল ফোন ছিনতাইয়ের সময় তাকে ছুরিকাঘাত করে একদল দুর্বৃত্ত। যাত্রীরা সাহসিকতার সঙ্গে ছিনতাইকারী মো. আকবর হোসেনকে আটক করে পুলিশের হাতে তুলে দিলেও তার তিন সহযোগী পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বন্দর থানায় মামলা দালেয় করেন। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে ডবলমুরিং থানাধীন জাম্বুরি পার্ক এলাকা থেকে পলাতক আসামি জনিকে গ্রেপ্তার করা হয়।

তিনি আর বলেন, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে জনি চলন্ত বাসে সংঘটিত ছিনতাইয়ের ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। এছাড়া সে স্বীকার করেছে, গতকাল একটি দোকানে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে দোকানীকে কুপিয়ে নগদ অর্থ ও পণ্য ছিনতাই করে পালিয়ে যায়। জনির বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে এবং তার সহযোগী অন্য তিন পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

চস/স

জাতির ওপর ঐকমত্য কমিশনের প্রস্তাব চাপিয়ে দেয়া হয়েছে: মির্জা ফখরুল

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে দেশের বর্তমান পরিস্থিতি ও বিএনপির অবস্থান নিয়ে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন তিনি।

মির্জা ফখরুল অভিযোগ করেন, জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশে রাজনৈতিক দলগুলোর মতামত, ভিন্নমত ও নোট অব ডিসেন্ট উল্লেখ করা হয়নি। যা দীর্ঘ এক বছরের ধারাবাহিক আলোচনাকে অর্থহীন করার পাশাপাশি প্রহসনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণার শামিল।

বিএনপি মহাসচিব বলেন, ঐকমত্য হওয়া কয়েকটি দফায় অগোচরে পরিবর্তন এনেছে ঐকমত্য কমিশন। কমিশন রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার আমলে নেয়নি। এ সময় জাতীয় নির্বাচনের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত বিএনপি কোনোভাবেই মেনে নেবে না বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৮ অক্টোবর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর করে জাতীয় ঐকমত্য কমিশন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কমিশনের সুপারিশের বিষয়ে ইতিবাচক হলে এর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি।

চস/স

বলের আঘাতে অস্ট্রেলিয়ার ১৭ বছরের ক্রিকেটারের মৃত্যু

অস্ট্রেলিয়ান ক্রিকেটে আবারও নেমে এসেছে শোকের ছায়া। বলের আঘাতে মাত্র ১৭ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন দেশটির তরুণ ক্রিকেটার বেন অস্টিন।

গত মঙ্গলবার (২৮ অক্টোবর) মেলবোর্নে নেটে ব্যাটিং অনুশীলনের সময় এক বলের আঘাতে গুরুতর আহত হওয়ার পর বুধবার (২৯ অক্টোবর) হাসপাতালে তার মৃত্যু হয়।

স্থানীয় ‘ফার্নট্রি গালি ক্রিকেট ক্লাব’ জানিয়েছে, ম্যাচের আগে অস্টিন একটি স্বয়ংক্রিয় বোলিং মেশিনের সামনে ব্যাটিং অনুশীলন করছিলেন। হেলমেট পরা অবস্থায়ও বলটি তার মাথা ও ঘাড়ের সংযোগস্থলে আঘাত করে। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা শেষ পর্যন্ত বাঁচাতে পারেননি।

মর্মান্তিক এই ঘটনায় শোকহত ক্লাবটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘বেনের মৃত্যু আমাদের পুরো ক্রিকেট পরিবারকে ভেঙে দিয়েছে। সে ছিল অসাধারণ প্রতিভাবান খেলোয়াড়, অনুপ্রেরণাদায়ক নেতা এবং দারুণ মানুষ।’

বেন অস্টিন ছিলেন একজন অলরাউন্ডার। দক্ষ বোলার ও ব্যাটার হিসেবে ক্লাবের ভবিষ্যৎ তারকা বলে বিবেচিত হতেন তিনি। তার সতীর্থ ও কোচেরা বলছেন, ‘বেনের উদ্যম, নেতৃত্ব আর ইতিবাচক মনোভাব ক্লাবের প্রাণ ছিল।’

ক্রিকেটে এমন দুর্ঘটনা বিরল হলেও এই ঘটনা আবারও নিরাপত্তা ইস্যু সামনে এনে দিয়েছে। ২০১৪ সালে অস্ট্রেলিয়ার টেস্ট ব্যাটার ফিলিপ হিউজ একইভাবে ঘাড়ে বলের আঘাতে মারা যান। হিউজের মৃত্যুর পর থেকেই ক্রিকেটে হেলমেট ডিজাইন, কনকাশন প্রোটোকল এবং খেলোয়াড়দের সুরক্ষা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছিল।

বেন অস্টিনের মৃত্যুতেও দেশজুড়ে নেমেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ট্রেলিয়ার অনেক ক্রিকেটার ও ক্লাব তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

ফার্নট্রি গালি ক্লাবের ভাষায়, ‘আমরা শুধু একজন প্রতিভাবান ক্রিকেটারকেই হারাইনি, হারিয়েছি এক দারুণ মানুষকে, যাকে সবাই ভালোবাসত।

চস/স

রাউজানে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ ২ জন আটক

রাউজান থানাধীন নোয়াপাড়া এলাকায় র‌্যাব-৭ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদসহ ২ জনকে আটক করেছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে এই তথ্য দেন র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. হাফিজুর রহমান।

তিনি বলেন, নোয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র-গোলাবারুদসহ ২ জনকে আটক করা হয়েছে। অভিযান চলমান রয়েছে।

চস/স

মেলিসার আঘাতে তছনছ ক্যারিবীয় অঞ্চল, নিহত ৩০

হারিকেন মেলিসার প্রবল আঘাতে তছনছ ক্যারিবীয় দ্বীপপুঞ্জ। ঘূর্ণিঝড়টি বহু ঘরবাড়ি ও অবকাঠামো গুঁড়িয়ে দিয়েছে, অনেক স্থানে পুরো পাড়া-মহল্লা প্লাবিত হয়েছে এবং এতে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে কেবল হাইতিতেই মারা গেছেন ২৫ জন। হারিকেনের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে কিউবার উপকূলীয় এলাকা। অনেক এলাকা এখনও তলিয়ে আছে পানির নিচে।

ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়েছে জ্যামাইকা।

দেশটির সরকার জানিয়েছে, বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি সহায়তা কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য একটি অনলাইন পোর্টাল খোলা হয়েছে। আবহাওয়াবিদদের আশঙ্কা, জ্যামাইকায় ভয়াবহ ভূমিধস ও বন্যার আশঙ্কা রয়েছে, যা আরও বড় মানবিক বিপর্যয়ের কারণ হতে পারে।

এই শক্তিশালী ঘূর্ণিঝড়কে ক্যাটাগরি-৫ বলে চিহ্নিত করা হয়েছে। ১৭৪ বছরে এত ভয়ঙ্কর ঝড় দেখেনি জামাইকা। এক শতাব্দীর মধ্যে সবচেয়ে মারাত্মক ঘূর্ণিঝড় হিসাবেও বর্ণনা করা হচ্ছে একে।

জামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস হারিকেনের প্রভাবকে ‘ভয়ঙ্কর’ বলে বর্ণনা করেছেন। তিনি উল্লেখ করেছেন, মেলিসার মোকাবিলা করতে পারে এমন পরিকাঠামো দেশে নেই। তাই তিনি বাসিন্দাদের সাবধান থাকার অনুরোধ করেছিলেন।

জামাইকায় মেলিসার ক্ষতির পরিমাণ এখনো স্পষ্ট নয়। উদ্ধারকাজও পুরোদমে শুরু করা যায়নি। বহু মানুষ ঘরছাড়া। নিখোঁজ অনেকে। মেলিসা আঘাত হানার সময় প্রায় ২৫ হাজার পর্যটক জামাইকায় ছিলেন।

বিমান চলাচল স্বাভাবিক হলে বার্বাডোজের একটি ত্রাণ সরবরাহ শিবির থেকে জামাইকায় প্রায় ২ হাজার ত্রাণ সরঞ্জাম বিমানে পাঠানোর পরিকল্পনা করছে রাষ্ট্রপুঞ্জ। রাষ্ট্রপুঞ্জের মুখপাত্র স্টিফেন ডুজারিক সাংবাদিকদের জানিয়েছেন, কিউবা এবং হাইতি-সহ ক্ষতির মুখে পড়তে পারে এমন সব দেশেই সহায়তার পরিকল্পনা করা হয়েছে।

আবহাওয়াবিদরা মনে করছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাগরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় মেলিসা অতিরিক্ত শক্তি অর্জন করেছে। তাদের মতে, এটি কেবল জ্যামাইকাই নয়, গোটা ক্যারিবীয় অঞ্চলের জন্য এক ভয়ংকর মানবিক সংকটের ইঙ্গিত বহন করছে।

সরাসরি আঘাত না হানলেও টানা কয়েকদিনের ভারি বৃষ্টিতে হাইতিতে ব্যাপক ক্ষতি হয়েছে। রাজধানী থেকে প্রায় ৬৪ কিলোমিরটার পশ্চিমে অবস্থিত উপকূলীয় শহর পেটিট-গোয়াভেতে একটি নদী উপচে পড়লে সৃষ্ট বন্যায় অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছেন। নিহতদের মধ্যে কমপক্ষে ১০ শিশু রয়েছে এবং ১২ জন নিখোঁজ রয়েছেন বলে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে।

কিউবা সরকার ৭ লক্ষাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। অন্যদিকে, বাহামা দ্বীপপুঞ্জের সরকার প্রায় ১ হাজার ৫০০ মানুষকে সরিয়ে নেয়।

এখন পর্যন্ত প্রায় ৩০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। সারা দেশে ১ হাজারের বেশি বাড়ি বন্যায় প্লাবিত হয়েছে এবং প্রায় ১২ হাজার মানুষ জরুরি আশ্রয় শিবিরে অবস্থান নিয়েছেন।

এছাড়া জ্যামাইকা, হাইতি ও কিউবায় ঘরবাড়ি, হাসপাতাল ও সড়ক ধ্বংস হয়ে গেছে। দ্বীপ দেশগুলোর অনেক এলাকাই এখনো বিদ্যুৎবিহীন ও যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

সংবাদমাধ্যমটি বলছে, ঘূর্ণিঝড়ের সবচেয়ে ভয়াবহ আঘাতের কেন্দ্রবিন্দু ছিল জ্যামাইকা। ঘণ্টায় ২৫০ কিলোমিটারেরও বেশি গতির বাতাস নিয়ে আঘাত হানা ক্যাটাগরি–৫ মাত্রার এই ঝড়ে দেশটিতে অন্তত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দ্বীপ রাষ্ট্রটির প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস জানান, পুরো দেশটাই যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সূত্র: বিবিসি, সিএনএন, রয়টার্স

চস/স

ট্রাম্প-জিনপিং বৈঠকের পর চীনা পণ্যে মার্কিন শুল্ক কমলো ১০%

দুর্লভ খনিজে নতুন এক বছরের সমঝোতা চুক্তি করেছে যুক্তরাষ্ট্র ও চীন। ছয় বছর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং মুখোমুখি বৈঠকে বসার পর এই চুক্তিতে পৌঁছায় দেশ দুটি।

এছাড়া চলমান বাণিজ্য উত্তেজনার মধ্যেই চীনা পণ্যের ওপর ফেন্টানিল-সম্পর্কিত শুল্ক ১০ শতাংশে নামিয়ে এনেছেন ট্রাম্প। দক্ষিণ কোরিয়ার বুসান নগরীতে উভয় নেতার মধ্যে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

এদিন বৈঠকের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুর্লভ খনিজ সরবরাহ নিয়ে এক বছরের চুক্তিতে পৌঁছেছেন। বৃহস্পতিবার দুই নেতার মধ্যে সরাসরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

মূলত গত ছয় বছরে এটিই ছিল তাদের প্রথম মুখোমুখি সাক্ষাৎ। চলমান বাণিজ্য উত্তেজনার মধ্যেই এই সমঝোতা পথে হাঁটল দেশ দুটি।

ট্রাম্প আরও বলেন, চীনের ওপর ফেন্টানিল-সম্পর্কিত শুল্কও ১০ শতাংশে নামিয়ে আনার বিষয়ে তিনি সম্মত হয়েছেন।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, “সব দুর্লভ খনিজের বিষয়টি এখন মীমাংসিত এবং এটি পুরো বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ”। তিনি জানান, এই চুক্তি এক বছরের জন্য কার্যকর থাকবে এবং প্রতিবছর তা পুনর্বিবেচনা করা হবে।

চস/স

চট্টগ্রাম থেকে ৬ বছর আগে অপহৃত কাস্টমস কর্মকর্তার মরদেহ মিলল ফেনীতে

ফেনীর ছাগলনাইয়ায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধারের পর পকেটে পাওয়া একটি ব্যাংক চেকের সূত্র ধরে বেরিয়ে আসে হারিয়ে যাওয়া এক জীবনের করুণ পরিসমাপ্তি। শনাক্ত হয় ছয় বছর আগে চট্টগ্রাম থেকে অপহৃত কাস্টমস কর্মকর্তা আবদুল আহাদের (৪৬) মরদেহ। পরিবারের দাবি, অপহরণের পর তখন মুক্তিপণ হিসেবে দুই লাখ টাকা দেওয়ার পরও তাকে ফেরত পায়নি তারা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৯ অক্টোবর) সকালে ফেনীর ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে অজ্ঞাত এক ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ছাগলনাইয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশারের নেতৃত্বে পুলিশের একটি দল তাৎক্ষণিক হাসপাতালে যায়। সেখানে মরদেহের পরিচয় শনাক্ত করতে তার সঙ্গে থাকা কাগজপত্র দেখার সময় উত্তরা ব্যাংক ফেনীর বিরিঞ্চি শাখার একটি চেক পায় পুলিশ। চেকে হিসাবের নাম আবদুল আহাদ উল্লেখ রয়েছে। পরে পুলিশ ব্যাংক কর্তৃপক্ষকে হিসাব নম্বর জানালে তারা আবদুল আহাদের পরিচয় নিশ্চিত করেন।

ছাগলনাইয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বলেন, ব্যাংক কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী নিহত আবদুল আহাদ মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার হাজীপুর ইউনিয়নের দাউদপুর গ্রামের ইমানী মিয়ার ছেলে বলে জানা যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে নিহতের পরিচয় শনাক্তের পর স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য দেখা দেয়। ফেনীতে ব্যাংক হিসাব কী করে খুললেন তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পরে দিনভর নানা তথ্য যাচাই করলে বেরিয়ে আসে তার ফেনীতে আসার পেছনের গল্প।

এ ব্যাপারে জানতে চাইলে নিহতের ছোট বোন নাঈমা নাসরিন মনি বলেন, “আমার ভাই একসময় সিলেট ব্রিটানিকা উইমেন্স কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন। পরবর্তীতে সিলেট বিমানবন্দরে কাস্টমসের অডিটর পদে নিয়োগপ্রাপ্ত হয়ে চাকরি করেন। এরপর একই পদে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও পরে চট্টগ্রাম বিমানবন্দরে দায়িত্ব পালন করেন। চট্টগ্রাম বিমানবন্দরে কর্তব্যরত অবস্থায় ২০১৯ সালের ১ মে হঠাৎ তার মুঠোফোন বন্ধ পাই। পরে একটি নম্বর থেকে কল দিয়ে আমাদের জানানো হয় আবদুল আহাদকে অপহরণ করা হয়েছে। বিকাশে দুই লাখ টাকা মুক্তিপণ পাঠালে তাকে ছেড়ে দেওয়া হবে।”

“অপহরণকারীদের দাবি অনুযায়ী তখন আমরা দুই লাখ টাকা পাঠিয়েছি। এরপর তাদের নম্বরে যোগাযোগ করলেও বন্ধ পাই। অন্যদিকে আমার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাইনি। পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করার ছয় বছর পরও ভাইকে আর পাইনি। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানতে পারি ফেনীর ছাগলনাইয়ায় আমার ভাইয়ের মরদেহ পাওয়া গেছে।”

একই প্রসঙ্গে কথা হয় নিহতের ভাগ্নে মোস্তাফিজুর রহমান সাকিফের সঙ্গেও। তিনি বলেন, আমার মামার দুই কন্যা সন্তান রয়েছে। ছোট মেয়ে গর্ভে থাকাকালীন তিনি নিখোঁজ হন। এর মাঝে ছেলের নিখোঁজের শোকে আমার নানা-নানি দুইজনই মারা গেছেন। দীর্ঘ ছয় বছর আমরা মামাকে খোঁজাখুঁজি করে পাইনি। তিনিও আমাদের সঙ্গে যোগাযোগ করেননি।”

একটি স্বচ্ছল পরিবারের সন্তান আবদুল আহাদকে অপহরণের পর থেকে তিনি পরিবার কিংবা স্বজনদের কারো সঙ্গে যোগাযোগ না করার কারণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। একইসঙ্গে তার এমন মৃত্যুকে রহস্যজনক বলেও মন্তব্য করেন মোস্তাফিজুর রহমান সাকিফ।

এ বিষয়ে জানতে নিহতের স্ত্রী মাহবুবা আক্তার সুমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে আবদুল আহাদের মরদেহ বুঝে নিতে তার বড় ভাই আবদুল নুর বাড়ি থেকে ফেনীর উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানান বোন নাঈমা নাসরিন মনি।

আবদুল আহাদের মরদেহ উদ্ধারের ব্যাপারে কথা হয় ছাগলনাইয়া থানা পুলিশের উপপরিদর্শক মো. শাহ আলমের সঙ্গে। তিনি বলেন, “নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।” সূত্র: ঢাকা পোস্ট

চস/স