spot_img

৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সিএমপি উপ-কমিশনার মিজানুর রহমান করোনায় মারা গেলেন

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের উপ-কমিশনার মো. মিজানুর রহমান।

সোমবার ভোর সাড়ে ৩টায় রাজধানী ঢাকার রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মিজানুরের মৃত্যুর খবর নিশ্চিত করে সিএমপি কমিশনার মাহবুবর রহমান জানান, মিজানুর করোনা আক্রান্ত হয়ে গত ২৮ জুন থেকে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তিনি জানান, সম্প্রতি তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। আজ ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মিজানুর ২২তম বিসিএসে উত্তীর্ণ হয়ে পুলিশ বিভাগে যোগদান করেন। তিনি চট্টগ্রামের আগে ঝিনাইদহের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।

এদিকে সরকারি হিসাব অনুযায়ী, রবিবার সকাল নাগাদ দেশে ১ লাখ ৮৩ হাজার ৭৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত ২ হাজার ৩৫২ জন মারা গেছেন।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss