spot_img

৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

কঙ্গোতে বন্যায় অন্তত ১৭৬ জনের মৃত্যু

কঙ্গোর পূর্বাঞ্চলীয় দক্ষিণ কিভু প্রদেশে ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় অন্তত ১৭৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

প্রতিবেশি দেশ রুয়ান্ডায় প্রবল বর্ষণে কয়েক ডজন লোকের মৃত্যুর পর দেশটিতে এ প্রাণহানি ঘটলো। গত শুক্রবার (৫ মে) দেশটির কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

দক্ষিণ কিভুর গভর্নর থিও এনগওয়াবিজে বলেন, ‘লেক কিভুর পশ্চিমে এবং রুয়ান্ডা সীমান্তের কাছের কালেহে অঞ্চলে এখনো কয়েক ডজন লোক নিখোঁজ রয়েছে। রুয়ান্ডার ওই সীমান্ত অঞ্চলে বন্যায় শত শত ঘরবাড়ি ভেসে গেছে।’

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করার সময় তিনি বলেন, ‘ভয়াবহ এ বন্যায় আমাদের দেশের প্রায় ১৭৬ জন প্রাণ হারিয়েছে।’

তিনি বলেন, ‘মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। কারণ, এখনো প্রায় ১০০ জন নিখোঁজ রয়েছে।’

এর আগে কালেহের সহকারি প্রশাসক আর্কিমিড কারহেবওয়া এএফপিকে ১০০ জনের প্রাণহানির কথা জানিয়েছিলেন।

গত শুক্রবার সন্ধ্যায় সরকার ঘোষণা করেছে যে, প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারানো দেশবাসীদের স্মরণে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে আগামী সোমবার একদিনের জাতীয় শোক পালন করা হবে।

তিনি বলেন, ভারী বর্ষণের পর বিভিন্ন নদীর তীর ভেঙ্গে যাওয়ায় বেশ কয়েকটি গ্রাম ডুবে গেছে।

কারহেবওয়া বলেন, এ বন্যায় শত শত ঘরবাড়ি ভেসে গেছে।

এদিকে প্রতিবেশি দেশ রুয়ান্ডায় প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় এ সপ্তাহে কমপক্ষে ১২৭ জনের মৃত্যু হয়েছে। রুয়ান্ড কিভু হ্রদের অপর পাশে অবস্থিত।

সূত্র : আল জাজিরা

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss