spot_img

৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

কিংবদন্তি ফুটবলার বাদল রায় ক্যান্সারে আক্রান্ত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক রাদল রায় ক্যান্সার আক্রান্ত হয়েছেন। ক্রমেই তার শারিরিক অবস্থার অবনতি হচ্ছে। এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় দল ও মোহামেডানে বাদল রায়ের সাবেক সতীর্থ আবদুল গাফফার।
মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে শরীরের এক পাশ আগে থেকেই অবশ হয়ে ছিল তার। পেটে ব্যথাসহ নানা উপসর্গে কিছুদিন ধরে স্কয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন বাদল রায়। ডায়ালাইসিস করতে হচ্ছিল। রোববার যকৃতে ক্যানসার ধরা পড়েছে। তাও স্টেজ-৪ অবস্থা।

আবদুল গাফফার জানান, বাদলের অবস্থা খারাপের দিকে যাচ্ছে। ডায়ালাইসিসও করতে হচ্ছে। ডাক্তার সিটি স্ক্যানের পর যকৃতে ক্যানসারের অস্তিত্ব পেয়েছে। সেখান থেকে সুস্থ হওয়া কঠিন বলে দিয়েছে। বিদেশে নিলেও কোনও লাভ হবে না। এখন ওর শরীরে পানিও জমে গেছে মনে হলো। কথা সেভাবে বলতে পারে না।
বাদল রায় ৮০’র দশকে মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলেছেন। জাতীয় দলেও ছিলেন অধিনায়ক। খেলোয়াড়ি জীবন শেষে সংগঠক হিসবে মোহামেডানের সঙ্গে যুক্ত হন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যুগ্ম সম্পাদক হিসেবে কাজ করার পর টানা তিনবার সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। অলিম্পিক অ্যাসোসিয়েশনে সহ-সভাপতি ছাড়াও জাতীয় ক্রীড়া পরিষদের কোষাধ্যক্ষ হিসেবে আছেন তিনি।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss