spot_img

৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, শনিবার
২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

বইমেলা প্রিন্স আশরাফের চারটি নতুন বই

অমর একুশে বইমেলা ২০২৪-এ প্রকাশ পেয়েছে কথাসাহিত্যিক প্রিন্স আশরাফের নতুন চারটি বই। এরমধ্যে দুটি তার একক বই এবং দুটি সম্পাদিত বই। একক বই দুটোর নাম হচ্ছে, ‘আমি হয়তো মানুষ নই’ ও ‘জনকের ছবি’।

এরমধ্যে ‘আমি হয়তো মানুষ নই’ বইটি হচ্ছে ডার্ক ফিকশন উপন্যাস। বইটির প্রচ্ছদ করেছেন রিয়াজুল ইসলাম জুলিয়ান। বইমেলায় এই বইটি প্রতীক প্রকাশনের ২৯ নং প্যাভিলিয়নে পাওয়া যাবে। বইটির মূল্য রাখা হয়েছে ৫০০ টাকা।

আরও পড়ুন:- বইমেলায় সালাহ উদ্দিন মাহমুদের দ্বিতীয় প্রবন্ধের বই

অপর বইটি হচ্ছে শিশুতোষ গল্পের বই। বইটির নাম ‘জনকের ছবি’। বইটির প্রচ্ছদ ও অলংকরণ করেছেন শাহীনুর আলম শাহীন। এটি প্রকাশিত হয়েছে কিডজ কারাভান প্রকাশনী থেকে। বইমেলায় কিডজ কারাভানের স্টল ৬২৫। বইটির মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা।

এবারের বইমেলায় প্রিন্স আশরাফের সম্পাদনায় প্রকাশিত হয়েছে ‘ছন্দপুর’ নামক একটি যৌথগ্রন্থ। এই বইটির প্রচ্ছদ নিয়াজ চৌধুরী তুলি। বইটি প্রকাশ করেছেন নয়েজ পাবলিকেশন্স। বইটির মূল্য রাখা হয়েছে ৬০০ টাকা।

এছাড়াও বইমেলায় ‘বিদেহী’ নামে সেবা প্রকাশনীর একটি অতিপ্রাকৃত গল্প সংকলন প্রকাশিত হয়েছে। এই সংকলনেও থাকছে প্রিন্স আশরাফের গল্প ‘ফুজি’। বইটি পাওয়া যাবে বইমেলার ১৯৯-২০০ স্টলে।

আরও পড়ুন:- বইমেলায় আবু আফজাল সালেহের দুটি বই

‘আমি হয়তো মানুষ নই’ বইটি সম্পর্কে লেখক প্রিন্স আশরাফ বলেন, আমি হয়তো মানুষ নই’ বইটিতে একজন অতিসাধারণ আটপৈৗরে গ্রামীণ জনপদের খেটে-খাওয়া মানুষের ঘটনাচক্রে মানুষ পরিচয় ঘুচে গিয়ে অমানুষ বা অবমানবের পর্যায়ে পর্যবেসিত হওয়ার গল্প। ভৌতিক আবহের সাথে বৈজ্ঞানিক কল্প-কাহিনীর মিশেলে গড়ে উঠেছে যেন নতুন জাদুবাস্তবতা!

লেখক বলেন, মানুষের জীবন যখন বিপদাপন্ন হয়ে পড়ে, তখনই কি সে অমানুষ হয়ে ওঠে? ভিন্নধর্মী এই মৌলিক হরর-সাইফাই-থ্রিলারটি শ্বাসরুদ্ধকর, বৈচিত্র্যপূর্ণ, নাটকীয় ঘটনার উপাদানে পরিপূর্ণ, কৌতুহলোদ্দীপক প্লট। আশা করছি, পাঠক বইটিকে প্রিয় হিসেবেই গ্রহণ করবে।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss